মাদারগঞ্জ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ-মেলান্দহ সীমান্তবর্তী ইসলামপুরের কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে মাদক ও চুরি প্রতিরোধে কল্পে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কাঠমা জনতা বাজারস্থ হাফেজিয়া মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে জনতা বাজারের মাহমুদপুর সড়কের প্রধান সড়কে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জনতা বাজার বণিক সমিতির সভাপতি রকিবুল ইসলাম মেম্বার। সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মনির আহম্মেদ পলাশ, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ডা. আব্দুস সাত্তার, মাওলানা আশরাফ মাস্টার, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, কাঠমা জনতা বাজার এলাকায় মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।