এম আই আকাশ, বোদা,পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসা ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ এটিকে ব্যবহার করতে চাইলে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ‘র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদায় আজ শনিবার ২০সেপ্টেম্বর বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারের ভয়ে যারা গুপ্ত অবস্থায় থেকে আমাদের সাথে রাজনীতি করেছে তারাই এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কে ভুল পথে নিয়ে যেতে মরিয়া হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মসজিদ মাদ্রাসায় মওদুদী বাদ ছড়িয়ে এই দেশের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য কে অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিপদগামী করতে চাইছে। জাতীয়তাবাদী ওলামা দলকে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের পাশে থেকে ওইসব অপব্যাখ্যা রুখে দিতে হবে।
বোদা উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা হকিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা ইসহাক আলী, জেলা সদস্য রফিকুল ইসলাম সহ ওলামা দলের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল সহ ওলামা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।